হতে পারিস হাঁসির কারন,
দিতে পারিস একটা বিকেল,
পারিস লজ্জার কারণ হতে,
পারিস চঞ্চলতা নিস্তব্ধ করে তুলতে,
পারিস মৃদু বাতাসে এলো চুল গুছিয়ে দিতে।
বকুল ফুলের মালাতে হাত ও সাজাতে পারিস।

 "পারিস না আগলে রাখতে।। "

ভালোবাসা তুই পারিস নি হতে সুখের কারন।
 হইলি চক্ষু জলের কারন।।

Post a Comment

নবীনতর পূর্বতন