তুই স্বপ্ন হয়ে আসা কল্প কবিতা। তুই মগ্ন হয়ে ভাসা মেঘের ছবিটা। তুই আলো হয়ে আসা, ছায়ার গল্প। তুই বৃষ্টি ঝরে পড়া মেঘের স্বপ্ন। হয়ে থাকিস কেনো আমার কল্প। স্বপ্ন যখন গল্প হয়, নিয়তি ও হাঁসি রুপ লয়। নিয়তির খেল তোকে নিয়ে খেলে। জগৎ ও তোকে নিয়ে বলে। সময়ের হাল ছাড়েনা তোকে। ছুটে চলে কল্পলোকে। সাদা কাপড়ে চঞ্চল আমি, শান্ত হয়ে সুন্দরী রমণী। অন্ধ ঘরের বন্ধ জানলায়, বাঁশ চালা সারিতে বয়। তা ও কি পড়বেনা মনে পুরোনো সে দিন গুলোরে। umman

Post a Comment

নবীনতর পূর্বতন