প্রেমময় জীবন প্রেম চাহিবার তরে কত মোহ খুঁজি লয়।
স্ব-যতনে তারে ভালোবাসার ডোরে বাঁধি,কাছে টানি লয়।
মহুয়া মোহ নাহি হলো, কি বা আসে যায়।
ভালোবাসিবার লাই লইলুম তারে , মানিলুম আপন ও যতন জন।
যে প্রেম মোর ভাঙ্গিল মন , দিলনা ভালোবাসা।
গোপনে তবুও বাঁধিলো মনে এক বাসা।
ছুটি গেল দুরে তার মোহ টানে ।
চাহিলোনা মোর সাজ।।
ভালো থাকার কারন খুজে পেলেও,মোহ কাটিবার নয়।
তাই বুঝি আজও প্রেম কাগজ ছিঁড়িবার ইচ্ছা লয়।
@Rumman
একটি মন্তব্য পোস্ট করুন