![]() |
সময়িতার চোখ ভরে জল |
সময়িতা
─
জমিবার স্বরে , সময়িতা তারে কয়।
তুই আমার তরে , আবার আমার ঘরে ।
পালঙ্কে কেনো আরাম লও?
নিজ পানে প্রশ্ন ডাকে , আবার নিজেরে কয়।সে আমার প্রিয় কেন মনে এত ভঁয়?
তাহারেই তো পেয়ে হয়েছিলুম শান্ত নিয়েছিলুম দীর্ঘ শ্বাস।
তার জন্যই হয়েছিলাম পাগল প্রয়াস।
আমি তো তারে মন দিয়ে বয়ে রয়েছি।
পাগল পারা হয়ে তারে খুঁজেছি।
ভাঙ্গিল স্বপ্ন, হইলাম তপ্ত।
চোখ ভরে জল।
সে যে আমায় ছেড়ে গিয়েছে ওপার অর্তল।
আজ তার ছায়া কে কেন ভঁয় পাচ্ছি?
ভালবাসার মানুষ , কেন কাঁদছি?
খুশিতে আমার নাচিবার কথা , ভালবাসা আমার এসেছে এথা।
ছায়া হোক , না হোক কল্প কাথা।
সে আসলো আমার পানে আমায় দেখিবার লাই।
এখন আমি চোখ মুছে তারে দেখে যাই।
যত দূরে থাক, আছে তো সে আমারই মাঝে।
যত দূরে যাক, থাকবে সে আমারই মাঝে।
চোখ ভরে জল |
একটি মন্তব্য পোস্ট করুন