ভাঙ্গা স্বপ্ন Aymin Rumman
| 
শব্দ শুনি শব্দ বয় এমন শব্দ নয়, যে শব্দ তোর আভাস মনের মাঝে বয়।
তিন শব্দে চালু হয়ে , দুই চাকাতে তুই। যাওয়া আসার রাস্তাটা আপন বড়ই।
এক শব্দ এক রাস্তা আর এক তুই, সাথে তোর দুইচাকা আর আমি যদি রই। উল্টো হাওয়ায় এলো চুল ছুঁয়ে দিবে গাল, যদি পেতাম তোর একটা বিকাল।
এ স্বপ্ন মৃণালিনীর হলো না পুড়ন , যেতে যেতে দিয়ে গেল এক কথন । "স্বপ্ন গড়ো , স্বপ্ন সাজাও , কারো ভাঙ্গার জন্য নয়। তাকে ভেঙে বাস্তব গড়ো , জীবন দিয়ে নয়।Broken dream |
একটি মন্তব্য পোস্ট করুন