অন্যকে বুঝতে চাচ্ছো, আগে তো নিজেকে বুঝো।
নিজের কথা কখনো শোনার চেষ্টা করো।
জীবন এতোটা সহজ নয়, আবার জীবন এতোটাই সহজ।
খেলতে গেলে গুটির মত, ভাঙ্গতে চাইলে ভাঙ্গ, গড়তে চাইলে পাত্রের মতো সাজিয়ে তুলতে পারো।
জুতোর তলা ময়লা তো রাখে না , তবুও ময়লা তাকে ছাড়ে না।
জুতোতে হয় অসম্মান, জুতোতে আবার সন্মান।
তোমার হাতে তোমার গুটি চাইলে খেলতে পারো, একটু উনিশ বিশ হলে হেরেও যেতে পারো।
তাই বলে কি জীবন নিয়ে খেলবে না কোনো খেলা, বুঝে শুনে খেলো পড়োনা যেনো ধরা।।
একটি মন্তব্য পোস্ট করুন