স্বপ্ন হয়ে আছিস।
অন্য কারো হয়েছিস, নতুন ঘর বেঁধেছিস।
মুগ্ধ চোখে তার রূপের মায়ায় দগ্ধ হয়েছিস।
ভেঁজা চুলের সিক্ততাতে নতুন প্রেমে ডুবেছিস।
গভীর প্রেমের গভীরতায় শরীর ভিজিয়েছিস।
অন্ধকারের মায়ায় মৃদু আলোর ছায়ায় তৃপ্ত তৃষ্ণা মিটিয়েছিস।
শান্ত শরীর ক্লান্ত চোখ সময় বাঁধা ঘন্টায় খুলেছে।
সূর্য আলোতে তার ভেজা চুলে ভালোবাসার মানুষ দেখেছে।
দেখতে, খুঁজতে প্রেমের মাঝে ভালোবাসা খুঁজে চলেছে।
ভুলবি আমায় কেমন করে , আমি তো তোর প্রেম নই রে।
মনের বাধন আজও তোকে এনেছে আমার দুয়ারে।
তুই আমাকে খুঁজিস না, করিস না দুয়ারে শব্দ ।
তুই আমাকে ভুলিসনি , তবু তার প্রেমে দগ্ধ।
আমায় তুই খুঁজিস নারে, তুই তারই থাক।
আমায় তুই পাবিনারে , তুই ভালো থাক।
প্রেম সবার সাথে হয়, ভালোবাসা হয় না।
ভালোবাসা একবার হয়, হারালে আর মিলেনা।
একটি মন্তব্য পোস্ট করুন