৯০ দশকের প্রেম, চিঠি প্রেম,
অপেক্ষা, ধৈর্য থেকে গড়ে উঠতো এক মজবুত প্রেম।
চিঠি আমিও লিখেছিলাম, মৃদু হাসির ছলে,
পড়তে নিয়ে তুমিও একই হাসি লুকাবে বলে।
উত্তরে তুমি এক হাসি ফিরিয়ে দিবে,
সে হাসি চিঠির ভাজে রাখবো যতনো করে।
ছিল লিখা বহু চিঠি, উত্তর মিলেনি কোনো।
মনের কথা লিখে গেলাম, কথা বুঝলে না কেনো?
লিখার জন্য লিখিনি তো, তোমার জন্য লিখা,
তোমার জন্য ছিলো সাজানো চিঠির সকল কথা।
চিঠি আমার সাজানো সাজে হাত গুরে অন্যের হাতে,
শেষ বেলায় আমার চিঠি ফিরলো আমার হাতে।
এখনো চিঠিই লিখছি আমি, উত্তর পাবোনা জেনে।
হয়তো কেউ আসবে,সব চিঠির উত্তর এক চিঠিতে দিবে,এই আশা নিয়ে।
আসবে তো সে বিন্দু নিয়ে, গড়ে নিবে সাগর।
আসবে সে মায়া নিয়ে করবে আমায় বিভোর।
মায়ার ছলে মায়া জালে চিনে নিব প্রেম।
তোমার ধোকায় দগ্ধ হয়ে চিনেছি কি প্রেম।
আমার চিঠি এখন আর তোমার জন্য না।
এ চিঠি পড়ে ও আজ তুমি বুঝবে না।
চিঠিতে ছিল সপ্ন, চিঠিতে ছিল সাজ,
চিঠিতে ছিল আমার লুকানো চোখের লাজ।
একটি মন্তব্য পোস্ট করুন