দুরে গেলে ভুলে যাবে, কাছে বাঁধবে মায়া।
এমন মায়ায় জড়িয়ে রাখে, ভোলা যায় না।
তুই নারী করিসনা বিশ্বাস, ওই পুরুষ জাতিরে।
করবে ছল ,ভাবিস মায়া।
করবে আদর, ভাবিস ছায়া।
ছলনায় তার স্বার্থ ছিলো, আদরেও স্বার্থ।
তোর স্বার্থ কেবল অনুভূতি মাত্র।
তোমাকে হাসাচ্ছে, তোমাকে ভাসাচ্ছে খেলবে নানান খেলা।
একই খেলায় ভাসাবে অন্য কোথাও ভেলা।
তুমি নারী বড়ই বোকা, আদর মায়ায় মগ্ন।
বিশ্বাস তোমার এতোই পক্ক কাটেনা কোন অশ্র।
অশ্রু জলে ভেসে, ছাড়বেনা তবু হাল।
এমন হাল ধরে রাখো যুগল আগে ছেড়ে দিয়েছো যার পাল।
তোমার জন্য কেউ নেই গো নারী, তুমি হও শক্ত।
অন্ধকারে ছায়াও দেখো, ছেঁড়ে দিচ্ছে সঙ্গ।
হস্ত দুখান ও দেবে বিরুদ্ধে সাক্ষী।
কেমন করে বিশ্বাস করো, প্রেমিক পুরুষ রুপী, পুরুষ জাতি।
তোর প্রেমে মগ্ন থাকবে, ঘুমাবে অন্য কোলে।
তোর গায়ের ঘ্রাণ খুঁজবে পঞ্চ নারীর ডোরে।
তোর ছায়া খুঁজবে অন্য আঁচল নিচে।
তবুও সে ফিরবে না তোর আঁচল ছায়ার নীড়ে।
এমন মায়ায় জড়িয়ে রাখে, ভোলা যায় না।
তুই নারী করিসনা বিশ্বাস, ওই পুরুষ জাতিরে।
করবে ছল ,ভাবিস মায়া।
করবে আদর, ভাবিস ছায়া।
ছলনায় তার স্বার্থ ছিলো, আদরেও স্বার্থ।
তোর স্বার্থ কেবল অনুভূতি মাত্র।
তোমাকে হাসাচ্ছে, তোমাকে ভাসাচ্ছে খেলবে নানান খেলা।
একই খেলায় ভাসাবে অন্য কোথাও ভেলা।
তুমি নারী বড়ই বোকা, আদর মায়ায় মগ্ন।
বিশ্বাস তোমার এতোই পক্ক কাটেনা কোন অশ্র।
অশ্রু জলে ভেসে, ছাড়বেনা তবু হাল।
এমন হাল ধরে রাখো যুগল আগে ছেড়ে দিয়েছো যার পাল।
তোমার জন্য কেউ নেই গো নারী, তুমি হও শক্ত।
অন্ধকারে ছায়াও দেখো, ছেঁড়ে দিচ্ছে সঙ্গ।
হস্ত দুখান ও দেবে বিরুদ্ধে সাক্ষী।
কেমন করে বিশ্বাস করো, প্রেমিক পুরুষ রুপী, পুরুষ জাতি।
তোর প্রেমে মগ্ন থাকবে, ঘুমাবে অন্য কোলে।
তোর গায়ের ঘ্রাণ খুঁজবে পঞ্চ নারীর ডোরে।
তোর ছায়া খুঁজবে অন্য আঁচল নিচে।
তবুও সে ফিরবে না তোর আঁচল ছায়ার নীড়ে।
একটি মন্তব্য পোস্ট করুন