জীবন পারাপারে হাত ধরে রাখা গল্পের হয়তো আজই শেষ।
ভালোবাসার নিস্তব্ধ আলাপোন টা ও শেষ।
 রাগ,ঝগড়া, অভিমান,আদর ও হয়ে গেছে শেষ।
 ‎আলতো হাত থেকে থর থর কাঁপা হাতের চায়ের কাপের টুন টান শব্দের মুহূর্ত গুলো ও আজকেই শেষ।
 ‎আছে শুধু কোমল হাত ধরে পুরোনো ঘরের নতুন বউ থেকে দাদী হওয়ার গল্প।
 ‎গল্প আজ চোখের কোণে, তাকিয়ে তোমার নিঃস্বপ্রান দেহের ডান পাশে আছি তোমারই হাত ধরে।
হাত ধরে আছে এক দীষার , আজ আমার জীবনের হার।

এলো চুলে চিরুনি বসানো বিকেল ফিরবেনা আর ফিরবেনা।
চাঁদনী রাতে চাঁদের আলো ছুবে না কারো গাল।
দেখবে না  কেউ মুচকি হেসে পিছু ফিরে আমার হাল।

ফেলে আসা এক এক দিন হচ্ছে দৃশ্যায়ন, প্রতিটি দিন হলো আজ বাৎসরিক মুল‍্যধন ।
হাজার দুঃখের মাঝে একটুতেই খুশি, আমার জন্য হতো পাগলী অল্পতে দুঃখী ।
গাল ফুলিয়ে থাকতো চোখের দিকে , যদি হতো তার সময়ের ভাগ ছেদ।
মোম ভেবে আগলে রাখতাম গলে গরিয়ে পড়ার ভয়ে।
আমার আগে কেনো গেলে আজ তোমার সংসার ফেলে?
আজ আমার সময় আছে নাই তো শুধু তুমি, স্বার্থপর সময়ের এ‌ কেমন তরী।
নিছক মনে আঁকছি নতুন সময় ঘর , ঘরে আমার স‌বই আছে নাই তো মনের ঘর।
দৃষ্টি সরেনা ,হাত ছাড়ে না, হাতে তোমার হাত, ছাড়তে হচ্ছে তবু আমার চোখের জলে ভিজা তোমার হাত।

 ‎গল্প বলার সময় ফুরিয়ে গেলো।
 ‎হু হা শব্দতে জবাব শেষ হলো।
 ‎মশারি , বাতি নিয়ে আর ঝগড়া হবে না।
 ‎বিছানা গোছানোর জন্য কেউ বকবে না।
 ‎বলবেনা কেউ পায়ে ব‍্যাথার কষ্ট।
 ‎থাকবোনা আমি তোমার সেবায় মগ্ন।
 ‎দিবোনা আমি পানি, ঔষধ বাক্স।
 ‎দু হাতের সাথে দু হাত আর যোগ হবেনা।
 ‎হাত ধরে ও আর কেউ ঘুমাবে না।
 ‎হা এই শেষ আমাদের হাত ধরে চলা।
 ‎আজ পিছু ফিরে দেখছি শুধু ই তোমায়।
 ‎একটু পর যাবে ছেড়ে তুমি আমায়।
 ‎এইতো একটু পরে আমাদের শেষ দেখা।
 ‎কেমন করে থাকবো ভাবছি তোমায় ছাড়া একা।
@Rumman

Post a Comment

নবীনতর পূর্বতন