নয়তো সহজ Aymin Rumman | ছেড়ে দিবে, চলে যাবে।চলে যাবে, ভুলে যাবে। ছেড়ে দিবে হাত, ভুলে যাবে রাত। ছেড়ে দিবে সঙ্গ, ভুলে যাবে শরঈ। খুঁজবে তুমি সঙ্গ রাত, খুঁজবে শান্তি। খুজবো আমিও রাতের প্রোশান্তি। ছেড়ে যাচ্ছে তার হাত, আমার হাতের ছোঁয়া। ছেড়ে যাচ্ছে পাবে বলে, নতুন হাতের ছোঁয়া। এগিয়ে যাচ্ছি আমি, এগিয়ে যাচ্ছে সে। নতুন হাত ভালো রাখবে বলেছে। হাত ছুঁয়েছো তুমিও, হাত ছুঁয়েছি আমি। ভাবনা তোমার তবু আসছে দিবা রাত্রি। তার চুলের ঘ্রাণ আমাকে তোমার কথা ভাবায়। তার হাতের স্পর্শ, একলা আমায় কাঁদায়। আমার স্বরণে, স্বপ্নে কেনো আসো তুমি, অন্য দেহের ঘ্রাণে, শান্তি পাইনা আমি। হাত ছেড়েছি, হাত ধরেছি, তবু এ জ্বালা। সব নতুনে মিটেনা, না পাওয়ার জ্বালা। আমিও কি জান, তোমাকে এভাবে জ্বালাই? সত্যি বলছি , এভাবে পুরে হচ্ছি ছাই। ফিরোনা গো তুমি আর আমার জীবনে। তোমার ফেরার খুশিতে পাগল হবো রে। হাত ছেড়ে দেয়া সহজ, নতুন হাত ধরে এগিয়ে চলা কঠিন। Never give up |
রূঢ় বাস্তবতার গন্ধ মিশে আছে পংক্তিতে পংক্তিতে।
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন